This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

২০ টি খুবই সাধারণ কিন্তু কার্যকরী তথ্য, যা জীবনের নানা ক্ষেত্রে কাজে দিবে

দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে আমরা অনেক উদ্ভট সমস্যার মুখোমুখি হই। কিন্তু সাধারণ কিছু তথ্য ও কৌশল জানলে আমরা অনাসায়েই এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। আবার কিছু সাধারণ তথ্য আছে যা আমরা জানিনা বলে প্রায়ই প্রতারিত হই। আজ আপনাদের জানাবো কিছু তথ্য ও কৌশলের কথা যেগুলো আপনাকে বিস্মিত করবে আর অনেক ক্ষেত্রে প্রতারণার হাত থেকে বাঁচিয়ে দেবে। ১। আপনি যদি আপনার হাতের আঙুলগুলো প্রসারিত করেন তাহলে বুড়ো আঙুল ও কুনে আঙুলের মধ্যে ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাই আপনি হাত দিয়েই ছবির মত করে কোণ পরিমাপ করে নিতে পারেন।

২। আপনি আপনার সমগ্র জীবনে প্রায় ১৬ টি খুনির সঙ্গে পরিচিত হবেন কিন্তু হয়ত জানতেও পারবেন না তারা খুনি। ৩। তাস ভাগ করে দেয়ার সময় প্রতিবারই পৃথিবীর প্রথম মানুষ হিসেবে আপনি এক একটি অনন্য সিরিজের তাসের অধিকারী হোন। বিশ্বাস না হলে মিলিয়ে দেখুন।

৪। আপনি ছবির মত হাতের উপরের ঢিবি থেকে বের করে ফেলতে পারবেন কোন মাসটি ৩১ দিনের। ছবির মত পর্যায়ক্রমে গণনা করলে যে মাসটি ঢিবির উপরে পড়বে সে মাস হবে ৩১ দিনে। আর ফেব্রুয়ারী বাদে বাকিগুলো ৩০ দিনে।

৫। ২ টি ৩০ সেন্টিমিটারের পিজ্জার চেয়ে একটি ৪৩ সেন্টিমিটারের পিজ্জা আকারে বড় হয়। ৬। মানুষের লালাতে অপিওরফিন নামে প্রাকৃতিক ব্যথানাশক থাকে যা মরফিনের চেয়ে ৬ গুণ বেশি কার্যকারী।

৭। আমদের মস্তিষ্ক কিছু কিছু রঙের মিশ্রণ কল্পনা করতে পারে না। যেমন আপনাকে যদি হলদে নীল রঙ কল্পনা করতে বলা হয় আপনি কল্পনা করবেন সবুজ রঙ। কিন্তু বাস্তবে এই রঙগুলো রয়েছে। চেষ্টা করে দেখুন।

৮। আপনার ফুসফুসে অক্সিজেন আছে, পেশীতে আছে কার্বন, হাড়ে ক্যালসিয়াম, রক্তে আয়রন এবং আপনার জন্ম হয়েছে এক মহাজাগতিক বিস্ফোরণে ছুটে বেরিয়া যাওয়া কোণ এক নক্ষত্রের ছাইয়ের(পৃথিবী) মধ্যে। কি নিজেকে ভিনগ্রহী মনে হচ্ছে না?

৯। আপনার বয়স ষাট হতে হতে আপনার প্রায় অর্ধেক স্বাদ নেয়ার ক্ষমতা হারিয়ে যাবে এবং নোনতা,তিতা,মিষ্টি স্বাদের মধ্যে পার্থক্য করতে পারবেন না। ১০। ঘুমের মধ্যে আপনার ঘ্রাণ শক্তি কাজ করে না।

১১। গর্ভধারণের সময় যদি মায়ের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তবে শিশু ভ্রূণ নিজের স্টেম কোষ পাঠিয়ে তা সারানোর চেষ্টা করে।

১২। প্রতেকদিন আপনার মস্তিষ্ক যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তা থেকে ১০ ওয়াটের একটি বাল্ব জ্বালানো সম্ভব আর আপনার হৃৎপিণ্ড দ্বারা উৎপন্ন শক্তি দিয়ে ১৯ মাইল ট্রাক চালান সম্ভব।

১৩। ট্র্যাফিক সিগনাল লাইটগুলোর আকার সম্পর্কে আপনার ধরনা ভুল। মিলিয়ে দেখবেন এগুলো প্রায় আপনার উচ্চতার দুই-তৃতীয়াংশ।

১৪। প্রত্যেক বছর প্রায় আপনার দেহের ৯৮ % শতাংশ বদলে যায়। তারমানে প্রতি বছর আপনি নতুন মানুষ হয়ে উঠেন। ১৫। অক্সিজেন আপনার জন্য অপরিহার্য হলেও এটা আপনাকে বার্ধক্যের দিকে এগিয়ে নিয়ে যায়।

১৬। আপনার বামপাশে বসে থাকা নিকটতম ব্যাক্তিটি আপনার ডানপাশের সর্বাধিক দূরে। ১৭। আপনার বয়স আসলে আপনার সূর্যকে প্রদক্ষিণের সংখ্যামাত্র।

১৮। বিজ্ঞানীদের মতে একটি সাধারণ মেঘ খণ্ডের ওজন প্রায় ১০০ টি হাতির সমান আর একটি ঝড়ের সমগ্র মেঘের ওজন প্রায় ২০০,০০০ টি হাতির ওজনের সমান। ১৯। সমাজবিজ্ঞানীদের মতে আপনার তুলনায় আপনার বন্ধুর বন্ধুদের সংখ্যা বেশি হয়ে থাকে।

২০। যারা ১৯৯০ সালে জন্মগ্রহণ করেছে তারা একই সাথে দুইটি দশক, দুইটি শতক ও দুইটি সহস্রাব্দি পেয়েছে।

কথায় আছে, " শেষ ভালো যার সব ভালো তার।"

কথায় আছে, " শেষ ভালো যার সব ভালো তার।"


_ আমার মনে হয় ব্যাপারটা সম্পূর্ন ঠিক নয়। আসলে এটা হওয়া উচিত ছিল, " শুরু ভালো যার সব ভালো তার।"

_ বুঝলেন না তো!

_ আসুন একটু ভেবে দেখি!

_ ক্রিকেট ম্যাচ দিয়েই শুরু করি! একটি দলের ওপেনিং জুটি থেকে যদি একটা ভালো মানের স্কোর না আসে তাহলে চিন্তা করে দেখুনতো শেষ পর্যন্ত দলের স্কোর কতটুকু হতে পারে?

_ আপনি কি ভাবছেন? ওপেনিং ভালো হয় নাই তাতে কি? মিডল অর্ডারের ব্যাটস্ম্যান তো আছে! ব্যাপারটা তো সেখানেই!

_ আপনিই আপনার পৃথিবীর মালিক। মানে আপনিই আপনার মনের,কাজের মালিক। নিজ দায়িত্বে যদি কিছু করতে না পারেন তাহলে অন্যের উপর কিভাবে ভরসা করবেন?

_ এবার আপনি নিজেকে ওপেনিং জুটির একজন মনে করুন! তারপর চিন্তা করুন তো " শেষ ভালো যার সব ভালো তার! নাকি শুরু ভালো যার সব ভালো তার!"

_ ব্যাস!!! এবার ক্রিকেট চিন্তা থেকে বেরিয়ে আসুন! ভাবুন তো নিজের একটা সবচেয়ে কাঠানো বাজে দিনটার কথা!

_ কি? দিনের শুরুটা কেমন হয়েছিল?

_ নিশ্চয় উত্তর " সবচেয়ে বাজে!" সেদিন যা আশা করেন নি তাই হয়েছিল তো? হুম্ম্ম! ঠিক তাই? শুরু ভালো যার হয় শেষ ভালোটা ও কিন্তু তারই হয়!

_ এবার শেষ একটা কথা বলি। মনে করুন আপনি উচ্চ লাফ ( হাই জাম্প ) প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন! আপনার দৌড় শুরু স্থান থেকে লাফ দেয়ার স্থান পর্যন্ত পায়ের প্রতিটি পদক্ষেপ যদি সঠিক না হয় তাহলে আপনি কতটুকু উচুতে উঠতে পারবেন? উত্তর একটু না! বেশি হলে পা মচকে যেতে পারে। যদি দৌড় শুরুর পদক্ষেপটা ঠিক হত তাহলে আপনার স্থানটা ও হত প্রতিযোগীতায় ১ম!

_ জীবনকে শুরু থেকে সাজান! শুরু ভালো যার শেষ ভালো ও তার! তাই দিনটা শুরু করার চেষ্ঠা করুন ভালো কোন কাজ দিয়ে। আল্লাহকে স্মরন করুন! আর মাস শেষে খুজে দেখুন! কুফা দিন আপনার লিস্টে একটাও নেই!

"মানুষ বরাবরই সৃষ্টির সবচাইতে আকর্ষণীয় প্রাণী"


মানুষ বরাবরই সৃষ্টির সবচাইতে আকর্ষণীয় প্রাণী। কারণ মানুষের দেহ এবং মন দুটোর কোনোটিরই পরিপূর্ণ ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারে নি। বরং প্রতিনিয়তই মানুষের দেহ ও মন সম্পর্কে নতুন নতুন তথ্য হাজির হতে থাকে।

এমন অনেক বিষয় রয়েছে যাআপনার সাথে সম্পর্কিত কিন্তু আপনি নিজেই তা জানেন না। আজকে এমনই কিছু অদ্ভুত, চমকপ্রদ, অজানা তথ্য নিয়ে এই ফিচার। চলুন তাহলে নিজের সম্পর্কে কিছু অজানা বিষয় জেনে নিন।

১) আপনার মতো চেহারার প্রায় ৬ জন মানুষ রয়েছে পৃথিবীতে এবং আপনার পুরো জীবনে প্রায় ৯% সম্ভাবনা রয়েছে আপনার চেহারার কারো সাথে দেখা হওয়ার।

২) আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।

৩) বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে।

৪) একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।

৫) মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা
মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয়মানুষ ও বিপদ।

৬) ডানহাতি মানুষেরা খাবার চিবোনোর সময় ডান চোয়াল ব্যবহার করেন।

৭) অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

৮) পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সবপ্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

৯) আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে
আপনার মৃত্যু অনিবার্য।

১০) যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

১১) ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।

১২) মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।

১৩) আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।

১৪) আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।

১৫) মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন।

এক ব্যক্তি তার বাড়ির পেছনের প্রশস্তগোলা ঘরে হাতঘড়ি হারিয়ে ফেললো


এক ব্যক্তি তার বাড়ির পেছনের প্রশস্তগোলা ঘরে হাতঘড়ি হারিয়ে ফেললো।

ওটা কোনো সাধারণ ঘড়ি নয়, মৃতা স্ত্রীর রেখে যাওয়া স্মৃতি।
অনেক বছর আগে কোনো এক বিবাহ বার্ষিকীতে স্ত্রী গিফট করেছিল।

সারাদিন ভর অনেক খোজাখুজির পর ক্লান্ত হয়ে লোকটি হাল ছেড়ে দিল। গোলাঘরের পাশেই কিছু ছোট বাচ্চা খেলা করছিল, লোকটি ওদের ডেকে ঘড়িটি খুজে দিতে হেল্প করতে বলল। যে পাবে তাকে পুরুস্কার দেবার ঘোষণাও দিল।

পুরুস্কারের কথা শুনে ছোট বাচ্চা গুলো দল বেধে গোলাঘরের মধ্যে ঢুকে খোজাখুজি আরম্ভ করে দিল, কিন্তু অনেকক্ষণ খোজাখুজির পরও বাচ্চাগুলো ব্যর্থ হল।

লোকটি হাল ছেড়ে দিতে যাবে এমন ছোট একটি ছেলে এসে আরেকবার খোজার অনুমতি চাইলো। ছেলেটির আন্তরিকতা দেখে লোকটি অনুমতি দিল।

কিছুক্ষণ পর ছেলেটি হাতে ঘড়ি নিয়ে গোলাঘর
থেকে বেরিয়ে এলো। সাধের ঘড়িটি হাতে পেয়ে লোকটি আনন্দে কেঁদে ফেললো। কিছুক্ষণ পর নিজেকে সামলে লোকটি ছোট বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো সবাই
যেখানে ব্যর্থ হয়েছে সেখানে ও কিভাবে এত অল্প সময়ের মধ্যে সফল হলো!

ছেলেটি উত্তর দিল, আমি তেমন কিছুই করিনি। গোলাঘরে ঢুকে কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। কিছুক্ষণ পর সবকিছু
নীরব হয়ে গেলে ঘড়িটার টিকটিক আওয়াজ শুনে কিছুক্ষণ খুজতেই পেয়ে গেলাম!

...অস্থির এবং অশান্ত মনের চেয়ে স্থির এবং শান্ত মনের
ক্ষমতা এবং কার্যকারীতা অনেক বেশি। জীবনের সংকটময়
মূহুর্তগুলোতে অশান্ত এবং অস্থির না হয়ে কিছুক্ষণ স্থির
হয়ে বসে মনটাকে শান্ত এবং স্থির করুন, সংকট থেকে উত্তরণের জন্য উপায় পেয়ে যাবার সম্ভাবনা বেড়ে যাবে বহুগুণে।

প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন, এ সময় টা নিরিবিলি থাকুন এবং শান্ত মনে ভবিষ্যত পরিকল্পনা এবং বর্তমানের সমস্যা গুলো নিয়ে চিন্তা করুন, রেজাল্ট দেখে নিজেই অবাক হয়ে যাবেন।

যাকে তুমি ছেড়ে দিবা তাকে একবারে ছেড়েই দাও




"যাকে তুমি ছেড়ে দিবা, তাকে একবারে ছেড়েই দাও ... খুব সোজা বাংলায় তাকে বলে দাও, "তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই !!" দিনের পর দিন একটা মানুষ কে একটু একটু করে IGNORE করার কোন মানে হয় না ... ভদ্রতা বজায় রাখতে গিয়ে তিলে তিলে কাউকে কষ্ট দেয়াটা খুবই বাজে কাজ ... তার চেয়ে বরং অভদ্র হয়ে সোজা সাপ্টা বলে দাও ... ঝুলিয়ে রেখো না !!

একটা মানুষ টানা ফোন দিয়েই যাচ্ছে তোমাকে সকাল বিকাল, তুমি দেখেও না দেখার ভান করে ফোনটা বিছানায় ফেলে রাখছো ... রিং বেজে যাচ্ছে ... মেসেজ আসছে ... সপ্তাহখানেক পর যখন মুখোমুখি দেখা হলো, খুব ভালোমানুষি করে বললেঃ "আমি মাঝে অসুস্থ ছিলাম... তাই ফোন ধরা হয় নাই ... মেসেজ চেক করি নাই ... সরি !!"

মানুষটা ভরসা পেলো ... তোমাকে কাছের মানুষই ভেবে বসে থাকলো ... অথচ তুমি তো তার কাছের মানুষ নাই ... তুমি দূরে দূরে থেকে কাছের মানুষ হওয়ার অভিনয় করছো ... ঠিক না ... একদম ঠিক না !!

যদি পাশেই না থাকো, তাহলে দয়া করে "পাশে আছি" বলে কাউকে মিথ্যা ভরসা দিও না ... তুমি নিজেও জানো না, তুমি একজন ঠান্ডা মাথার খুনি ... মিথ্যে আশা দিয়ে, অপেক্ষায় রেখে রেখে শেষে তুমি একটা মানুষকে মানসিকভাবে খুন করছো !!

দিনের পর দিন কারো মনে তোমার জন্য বিন্দু বিন্দু মিথ্যে এক্সপেকটেশন জমতে দিয়ে এক সময় সেই এক্সপেকটেশন এর সমুদ্রে তাকে ডুবিয়ে মারার কোন অধিকার তোমার নেই !!

এমন একটা দিন আসবে, যেদিন তুমিও অন্য কারো পিছু ছুটবে ... মাতালের মত ধুকতে থাকবে, পাগলের মত চিৎকার করে তার অ্যাটেনশন চাইবে ... ফোনে রিং এর পর রিং বাজবে, মেসেজের পর মেসেজ সিন হবে ... আস্তে আস্তে তুমি টের পাবে, তুমি ডুবে যাচ্ছো ... খুব চেনা সমুদ্রে ডুবে যাচ্ছো !!

তোমার জন্য কেউ অপেক্ষা করে আছে, কেউ তোমার খোঁজ নেয়ার জন্য পাগল হয়ে আছে বলেই তুমি তাকে IGNORE করার সাহস পাচ্ছো ... কারো দুর্বলতার জন্য তাকে অবহেলা করার এই সাহসটুকুই একদিন তোমার ভয়ের কারণ হবে ... অবশ্যই হবে !!"