নাটোরে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তা নিহত ও তার স্ত্রী আহত

নাটোরে খোলাবাড়িয়া এলাকায় ইটবাহী ট্রলির সাথে মোটর সাইকেলের ধাক্কায় ব্র্যাক কর্মকর্তা নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে নলডাঙ্গা উপজেলার  পাটুল- খোলাবাড়িয়া সাবমার্সিবল রোডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যাক কর্মকর্তা পাবনা জেলার সুজানগর এলাকার আবদুল মজিদের ছেলে এবং নওগাঁর বদলগাছী উপজেলা ব্র্যাক শাখার ম্যানেজার মোস্তফা কামাল । মোস্তফা কামালের স্ত্রী আহত দিপ্তি খাতুন নাটোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ব্র্যাক কর্মকর্তা মোস্তফা কামাল তার স্ত্রী দিপ্তি খাতুনকে সাথে নিয়ে পাবনার সুজানগর যাচ্ছিলেন অসুস্থ শাশুরীকে রক্ত দেয়ার জন্য। 

রাস্তা সংক্ষিপ্ত হবে ভেবে তিনি হালতি বিলের এই রাস্তা দিয়ে নাটোরে আসার চেষ্টা করেন। পথে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকায় পৌছিলে একটি ইটবাহী ট্রলির সাথে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। 

এতে স্বামী স্ত্রী দুজনেই আহত হন। সংবাদ পেয়ে ফায়ার ব্রিগেডের একটি টিম তাদের উদ্ধার করে নাটোর হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামলাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলি চালককে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। (সংগৃহিত)